View Question 2072 views

Subject : বাগমারার রাস্তাঘাটের বেহাল দুর্দশাগ্রস্থ অবস্থা

Avatar

Written By : Shovon Kumar Pramanik

মাননীয় এমপি মহোদয়,

প্রথমেই  ৭ নং পাঁসুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেবার জন্য ধন্যবাদ জানাই । কিন্তু এই স্কুলে পৌঁছানোর একমাত্র রাস্তাটি যেটি উত্তরে বনগ্রাম পর্যন্ত পৌঁছেছে , সেটি এখনও কাঁচা , ভঙ্গুর ও বিপজ্জনক অবস্থায় রয়েছে । উল্লেখ্য , পাঁসুরিয়া গ্রামে প্রায় এক হাজার লোকের বাস । শুধুমাত্র এই রাস্তাটি পাকা না হওয়ার কারনে এই জনগোষ্ঠী মূল জনপদের উন্নয়নের গতির সাথে সম্পৃক্ত হতে পারছে  না , আসছে না উপযুক্ত প্রাণচাঞ্চল্য ও কর্মময়তা ।

উল্লেখ্য, আমি গত ৪'ঠা  জুন গোবিন্দপাড়া ইউনিয়নের পাঁসুরিয়া গ্রামে সফর করি এবং সংশ্লিষ্ঠ এলজিইডি প্রকৌশলী মারফত খোঁজ নিয়ে জানতে পারি যে উক্ত রাস্তাটি টেন্ডার হয়ে আছে, কিন্তু ঠিকাদারের অভাবে কাজ শুরু করা যাচ্ছে না । আগামী বর্ষায় এই দুরবস্থা চরম আকার ধারন করবে । 

এই জনগুরুত্বপূর্ণ  সমস্যাটির প্রতি মহোদয় একটু দৃষ্টি দিলেই বিদ্যুতের পাশাপাশি ভালো যোগাযোগ ব্যবস্থাসমৃদ্ধ হবে বাগমারা-মান্দা সীমান্তের চির অবহেলিত পাঁসুরিয়া গ্রাম ।

মহোদয়ের অবগতির জন্য কিছু ছবি নিচে সংযুক্ত করা হলো ।

বিনীত নিবেদক

শোভন প্রামানিক
সিনিয়র সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার
বসুন্ধরা গ্রুপ, ঢাকা ।