ভিডিও টি সাঁথিয়া টু মাধপুর মিনি বিশ্বরোড এর উন্নয়ন প্রকল্পের। রাস্তাটি কিছুদিন যাবৎ চলাচলের অনুপযোগী ছিল, এমতাবস্থায় মাননীয় এমপি মহোদয় এর দৃষ্টিতে পড়ে রাস্তাটির বেহাল দশা লাঘব করতে উন্নয়ন প্রকল্প পাশ করেন। কিন্তু কাজটি টেন্ডার এর মাধ্যমে যে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করছে তারা সঠিক ভাবে কাজ না করায় এই অবস্থা। সাধারণত পুরাতন পিচ এর ওপর নতুন পিচ ঢালাই দেবার আগে পুরাতন পিচ এর ওপরকার ময়লা ধুলা বালি গুলো পরিস্কার করে একটু তরল আলকাতরা ছিটিয়ে তারপর নতুন পিচ ঢালাই দেয়া হয়। কিন্তু রাস্তাটিতে পুরাতন পিচ এর ওপর কোন পরিস্কার বা আলকাতরা না ছিটিয়েই তারা নতুন পিচ ঢালাই দেয়। এছাড়াও রাস্তাটি যেখানে ২ইঞ্চি পুরু হবার কথা ছিল সেখানে মাত্র ১/২ ইঞ্চি ঢালাই দেয়া হয়েছে। কাজটি শেষ হতে না হতেই এই অবস্থাতেই গাড়ির চাকা এবং পায়ের সাথে এভাবে পিচ গুলো রুটি এর মতো উঠে আসছে। ভিডিও টি সাঁথিয়া টু মাধপুর রোডের নন্দনপুর নামক বাজার এলাকা থেকে আমার এমপির একজন ভলান্টিয়ারের ক্যামেরায় ধারণ করা হয়েছে । এ বিষয়ে পাবনা ১ আসনের মাননীয় সংসদ সদস্য শামসুল হক টুকু এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে ।