View Question 3169 views

Subject : পলাশবাড়ী চৌমাথায় ওভার ব্রীজ স্থাপন প্রসঙ্গে

Avatar

Written By : Himel Khan Shajid

মাননীয় এমপি মহোদয়, প্রথমেই আমার সালাম নিবেন। আমি আপনার নির্বাচনী এলাকার এলাকার একজন ভোটার। আপনি লক্ষ্য করে থাকবেন আমাদের পলাশবাড়ী চৌমাথা সবসময় যানবাহনের ভিড় থাকে। চৌমাথার একপাশে এস এম পাইলট হাই স্কুল অন্য পাশে পিয়ারী পাইলট হাই স্কুলসেজন্য স্কুলগামী ছাত্রছাত্রীদের চৌমাথা দিয়ে পার হওয়ার সময় প্রায়ই দূর্ঘটনা ঘটে থাকে। সাধারণ মানুষও দূর্ঘটনার স্বীকার হচ্ছে প্রতিনিয়ত। আপনি যদি পলাশবাড়ী চৌমাথার উপর দিয়ে একটি ওভারবব্রীজ করার ব্যবস্থা করেন। তাহলে আমরা অনেক উপকৃত হতাম। বিষয়টি প্লিজ দেখিয়েন। নিবেদক, আমি আপনার এলাকার একজন ভোটার এবং শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটির একজন ছাত্র।

Avatar

Written By : Dr. Md. Eunus Ali Sarkar -ইউনুস আলী সরকার

Public

লিখিত উত্তর প্রদান করা হলো।