মাননীয় সংসদ সদস্য, আমি ৩২, গাইবান্ধা ০৪, গোবিন্দগঞ্জ উপজেলার নাগরিক এবং বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়াশোনা করছি। আপনি জানেন যে, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট এর যুগ। কিন্তু আমাদের এলাকার জনগণ তথ্যপ্রযুক্তিতে অনেক পিছিয়ে আছে। এলাকায় বা গোবিন্দগঞ্জ শহরেও ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ সহজলভ্য নেই বলে অনেকে ঘরে বসে অনলাইনে কাজ করতে পারছে না।এই কারণে ফ্রিল্যান্সিং সহ অন্যান্য অনলাইন ভিত্তিক কাজে আমাদের এলাকা পিছিয়ে আছে। এলাকাবাসীর প্রত্যাশা, আপনার মাধ্যমে আমাদের এলাকায় কম খরচে ও সহজলভ্য উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে, এবং আমাদের উপজেলা প্রযুক্তিতে এগিয়ে যাবে।
এখন আমার প্রশ্ন হলো আপনার এরকম কোন পরিকল্পনা আছে কী?