View Question 2520 views

Subject : নদীতে ব্লকের ব্যবস্থা প্রসঙ্গে

Avatar

Written By : Tonu Roy

মাননীয় সংসদ সদস্য নমস্কার।  আমি তনু রায়, বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলাধীন  ফুলবাড়ী ইউনিয়ানের ফতেউল্লাপুর গ্রামে। এই গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে খরস্রোতা করতোয়া নদী। এই খরস্রোতা নদী ভাঙ্গনের কবলে এখন পুরো গ্রাম। প্রতিবছর নদী ভাঙ্গনের কবলে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। এই গ্রামে ঐতিয্যবাহী রায় বাড়ি অবস্থিত। যে বাড়িতে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেয়ায় কারনে পাকিস্থানি বাহিনীরা বয়োজ্যেষ্ঠদের উপর নির্মম অত্যাচার চলায় এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আজ সেই রায় বাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার পথে। এছাড়াও এখানে বাবু বাঁশরী মোহন রায়ের সুধাময়ী সেবা আশ্রম ছিল যেখানে গরীব দুঃখীরা আশ্রয় নিত। সেই আশ্রম সহ অনেক মন্দির নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এযাবৎ কালে অনেক সংসদ সদস্য এই নদীতে ব্লক দেবে বলে আস্বাস দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কেউ কিছুই করেনি। বাড়ির বড়দের কাছে গল্প শুনেছি আপনি নাকি কাউকে ফেরান না। তাই আমাদের জীবনযাপনের দুঃখের কথা আপনাকে বলতে পেরে একটু হলেও শান্তি পাচ্ছি। আমার বিশ্বাস আমাদের এই সমস্যারর সমাধান একমাত্র আপনিই করবেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।